প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা

  |  ০৮:৫৭, মে ১৯, ২০২০
www.adarshabarta.com

মনোহর আলী স্যার

সুফিয়ান আহমদ চৌধুরী

হাসি মুখে খুশি মুখে
ক্লাসে ঢুকেন যিনি,
বই হাতে মিষ্টি করে
পড়ান ক্লাসে তিনি।

মনোহর আলী স্যার
গেলেন আজ চলে,
ভালোবাসা ছেড়ে আহা
চোখটা ভিজে জলে।

পড়াতেন কী যে ভালো
মনে পড়ছে খুব,
স্মৃতি ভীড়ে মনে ভীড়ে
ভাবনা মনে ডুব।

স্যার নেই দোয়া চাই
অন্তর দিয়ে চাই,
মন জুড়ে স্যার আজ
কেমনে ভুলে যাই।

নিউইয়র্ক
১৯ মে ২০১৯।