কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা
প্রকাশিত হয়েছে | ১৯:৫৯, মে ২২, ২০২০
www.adarshabarta.com
করোনা
কাজী শাহেদ বিন জাফর
জগত জোড়ে মানব চোখে
আসছেনা ঘুম কারো,
মরণ রোগা করোনা তাই
কখন বাজায় বারো।
ভাবতে উহা অবাক লাগে
জোড়ল কেনই চীন,
ছড়িয়ে গেছে অনেক দেশে
বাড়ছে দিনে দিন।
শুয়োর কুকুর বাদুড়ি না
কোন জীবে তা’ ছড়ায়,
অন্ত নহে গবেষণায়
মিছিল করে মরায়।
ধরছে যারে ছাড়ছেনারে
নেই উপশম কোনো,
চাইরে ফানা খোদার কাছে
জগতবাসী তা’ শুনো।