প্রচ্ছদ

দেলওয়ার হোসেন সেলিম এর ফেইসবুক টাইম লাইন থেকে

  |  ০৮:২০, এপ্রিল ১৭, ২০২০
www.adarshabarta.com

” করোনাভাইরাস দেশে দেশে … (৩)

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে মানব জাতি এখন এক ক্রান্তিকাল পার করছেন। বিভিন্ন দেশে দফায় দফায় লক ডাউন বাড়ানো হচ্ছে। মুক্ত এবং সমাজবদ্ধ মানুষ সবাই গৃহবন্দী! পৃথিবী থমকে গেছে! এহেন পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকতে হবে। যার যার ধর্মীয় বিধান অনুযায়ী প্রার্থণা করুন।
আজ বৃ্হস্পতিবার (১৬ এপ্রিল ২০২০) ফ্রান্সে বসবাসরত, সাবেক ছাত্রনেতা Tareq Ahmed Taj ভাইয়ের সাথে ভিডিও কলে আলাপ করেছি। তারেক ভাই তাঁর সহধর্মিনী (আমাদের নবাগত ভাবী) সহ সুস্থ্য আছেন। বাংলাদেশের জন্য তিনি চিন্তা করছেন। দোয়া করছেন।

আমি ফ্রান্সে আসার পর প্যারিস ইল দ্যু ফঁস এরিয়ায় একটি বাসায়
ফারুক ভাই, মাসুম চৌধুরী, নুরুল ইসলাম (দেশী ভাই), লুকমান ভাই, মুজাহিদ ভাই, সুমন ভাই, শামিম ভাই, মঞ্জু মামা, মির্জা চাচা, মোল্লা চাচা, হাবিব ভাই, রাহুল ভাই, বাবুল ভাই, ডালিম সহ বেশ কয়েক জন মানুষ বসবাস করতাম! বর্তমানে তারেক ভাই তুলুজ সিটিতে নিজের ঘরে বসবাস করছেন। আর আমি ভার্সাই সিটিতে নিজের ঘরে বসবাস করছি। আমরা একদেশে দুইসিটিতে দুইঘরে দুইজন গৃহবন্দী! আমরা সুস্থ্য আছি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। সেই বাসায় সেই সময়ের একসাথে বসবাসকারী মানুষজন নিজের জোর প্রচেষ্টায় এখন ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছেন। সকলেরই এখন ফ্রান্সে বাসা বাড়ি আছে।

হে করুণাময়, করোনা ভাইরাস থেকে বিশ্বের মানব জাতিকে বাঁচান। আমাদেরকে ক্ষমা করুন। আমিন। ”

* ফেইসবুকে আপলোড়ের তারিখ : ১৬ এপ্রিল ২০২০, সময় ২১:১৪ মিনিট।