সাইফুর রহমান কায়েস-এর কবিতা
রাব্বি তোমায় কথা দিলাম
:: সাইফুর রহমান কায়েস ::
রাব্বির রক্তমাখা শার্ট
আজ আমাদের ঈদের
জামা
রাব্বির খুনের বিচার না
হলে আমরা ঘরে ঘরে
ফিরবো না
এযে আনাদের
ওয়াসিয়তনামা
ঘাতক, আততায়ী, খুনী
তুমি যেই হও না কেনো
আমরা তোমার ক্ষমতার
পরোয়া করি না
এই সমাজে তুমি শুধু
একটি নরপশু, অপরাধী
আমাদের কণ্ঠ তুমি রুধিবে কিভাবে?
রাব্বি যে আমাদের পুত্র,
বাব্বি যে আমাদের ভাই,
খুনী তোমার যে এই
বাংলায় হবে না ঠাই
রাব্বি যে অন্যায়ের
বিরুদ্ধে উচ্চকণ্ঠের
প্রতিবাদী
রাব্বিরা কখনো মরে না
রাব্বিরা কখনো ঝরে না
রাব্বি যে তারার নাম
খুনী তোমায় তাই যে থুথু
দিলাম
খুনী তোমায় তাই যে
ধিক্কার দিলাম
রাব্বি যে একটি সত্যের
নাম
রাব্বি তোমায় শতকোটি
সালাম
সত্য যে কঠিন, তাই
কঠিনেরে মোরা
ভালোবাসিলাম
রাব্বির রক্তমাখা শার্ট
আজ আমাদের ঈদের
জামা
তোমার খুনের বিচার না
হলে আমরা ঘরে ফিরবো
না
তোমার খুনের বদলা
নেবো, এযে আমাদের
ওয়াসিতনামা
রাব্বি তোমার খুনীদের
জানাই ধিক্কার
রাব্বি তুমি পুত্রহারা
পিতামাতার বুকফাটা
চিৎকার
ঈদের জামাতে পিতার কাঁধেচাপা
পুত্রের লাশ
তোমার রক্তে খুনীরা
হোলিখেলে আর করে
উল্লাস
রাব্বি তোমায় কথা দিলাম
তুমি অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদী একটি নাম
তুমি ন্যায়ের প্রতীক
খুনীদের তাই শতধিক
শতকণ্ঠ আজ জানায়
তোমায় লাল সালাম
তোমার রক্তমাখা শার্ট
আজ ঈদের জামা
তোমার খুনের বদলা নেবো
এ আমাদের
ওয়াসিয়তনামা