মিজানুর রহমান মিজান-এর কবিতা
প্রকাশিত হয়েছে | ১৬:৩৩, জুন ০১, ২০২০
www.adarshabarta.com
যাচছ রসাতলে
মিজানুর রহমান মিজান
দুর্বল পেয়ে মারে বন্ধু সুবলে
সহ্য করে দুরে গেলে
তাও ডাকে কাছে, হিংসায়
জ্বলে।।
কত জ্বালা সইরে বন্ধু তর দেয়া
অনলে
আকাশ-বাতাস, পশু-পাখি ভাবে
নিরলে
নথি দেখে চমকে উঠে মোমের
মত গলে।।
তোর কেন জ্বলেরে বন্ধু তোর
কেন জ্বলে
আকাশের ও বারি ঝরে ঝুমঝুমা
তালে
সুবিচার কি হবে নারে ভাব
নিরলে।।
মরন কথা হয় না স্মরন
অমরতো নয়রে সুবল অভাজন
প্রতারণা, ছলনাতে মজে জীবন
নৌকা ভাসালে।।
মরিবে মরিবেরে অমরত্ব নাই এ
ভুবনে
তোর মত ভাবে না অন্য যে জনে
আসা যাবার খেলা চলছে
ভুমন্ডলে।।
মানুষ রুপে আগমণ তোর কাজে
পশুত্ব
প্রমাণ রাখলে শক্তির যত্রতত্র
পিছনে তাকিয়ে দেখ যাচছ
রসাতলে।।