প্রচ্ছদ

কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা

  |  ১৮:১০, জুন ০৪, ২০২০
www.adarshabarta.com

বর্ণ ভেদ

কাজী শাহেদ বিন জাফর

কালো বলে কেন ধিক
ধলোকেই বলি
স্বর্ণটা দামী হয়
কয়লাতে জ্বলি।

কালো ধলো সৃজে কে
বলো কার দোষ
সৃষ্টির ধারাপাতে
ওরাও মানুষ।

কালোতে পাবে তুমি
ধলোতে যা আছে
অজতা প্রভেদ কেন
খুঁজ তার কাছে।

বিবর্ণ বলে তাই
কেন ঠেলো ভাই
মানুষতো খোদার দান
ভেদা-ভেদ নাই।

নিশির আকাশে দেখ
তারাদের খেলা
ঝিঁঝিঁরা বাজায় বীন
জোনাকির মেলা।

জীবনে পরম সূখ
কালোতেই চলে
সাধনে বজন শিখায়
আলোরাই বলে।