যে বিষয়গুলো মেনে চলবেন করোনার সময় নিরাপদে ভ্রমণ করতে
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :
সাধারণ ছুটি শেষে মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া বাস, ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল শুরু হয়েছে।
তবে এ সময় ভ্রমণ নিরাপদ নয়। তবু জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে চাইলে মানতে হবে বাড়তি সতর্কতা। চলুন জেনে নেয়া যাক ভ্রমণের সময় যেসব সতর্কতা মেনে চলা জরুরী।
১. সংক্রমণ রোধে বাস, ট্রেন ও বিমান ভ্রমণে মানতে হবে সামাজিক দূরত্ব।
২. যানবাহন থেকে নেমেই সঙ্গে থাকা ব্যাগ জীবাণুমুক্ত করতে হবে।
৩. ব্যক্তিগত হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। বাসের আসন জীবাণুমুক্ত করার জন্য সঙ্গে রাখতে হবে জীবাণুনাশক স্প্রে।
৪. বাসের যে কোনো স্থান স্পর্শ করা থেকে বিরত থাকুন। এ সময় গ্লাভস পরবেন।
৫. বিমান ও ট্রেনের শৌচাগার খুব বেশি প্রয়োজন না হলে ব্যবহার করবেন না।
৬. হাত দিয়ে মুখমণ্ডল স্পর্শ করবেন না ও মুখ থেকে মাস্ক খুলবেন না। অন্য যাত্রীদের থেকে দূরত্ব বজায় রাখুন। চেষ্টা করুন জানালার পাশের আসনে বসার।
৭. বাইরের কেনা খাবার খাবেন না। বাসার তৈরি খাবার সঙ্গে রাখুন।