প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রের বিক্ষোভে চীনের উস্কানি!

  |  ১৮:২৯, জুন ০৭, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাধবিরোধী বিক্ষোভে চীন উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার (৬ জুন) রাতে পম্পেও গণমাধ্যমের সামনে এ অভিযোগ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিককে হত্যাকারী পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং বিক্ষোভকারীরা জনগণের জানমাল লুট করলেও তা প্রচার না করে শুধু বিক্ষোভের খবরই প্রচার করা হচ্ছে।

পম্পেও দাবি করেন, হংকং ও তিনেয়ানমেন স্কয়ারের বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করেছে চীন। ওই খবর প্রচারকারী সাংবাদিকদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেয়া হয়েছে।

চীনকে আক্রমণ করে পম্পেও আরও বলেন, চীনের যেসব সাংবাদিক ও ডাক্তার করোনাভাইরাস সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন তাদের চুপ করিয়ে দেয়া হয়েছে অথবা অপহরণ করা হয়েছে।
এছাড়া চীন করোনায় নিহতের প্রকৃত সংখ্যা গোপন রাখছে বলেও অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।