প্রচ্ছদ

আ’লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই

  |  ১১:৫৫, জুন ১৩, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তানভীর শাকিল জয়।

এর আগে শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি ছিল না। অস্ত্রোপচারের পর কয়েক দিন স্থিতিশীল থাকলেও পরবর্তীতে তার অবস্থার বেশ অবনতি হয়। রক্তচাপও ওঠানামা করতে থাকে। শুক্রবারও আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতার অবস্থার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। একারণে তাকে বিদেশে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চাইছিলেন না পরিবার।

চিকিৎসকরা জানিয়েছেন, বিদেশে নিয়ে গিয়ে উন্নত ট্রিটমেন্ট দেয়ার মতো অবস্থায় নেই নাসিম। তাই মেডিকেল বোর্ডও তাকে স্থানান্তরের বিষয়ে নিরুৎসাহিত করছে।