পুলিশ বিভাগ সংস্কারে ট্রাম্পের সায়
মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :
কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে উত্তাল আন্দোলন চলছে। পুলিশ বিভাগের সংস্কারের দাবি উঠছে বিভিন্ন স্তর থেকে। অবশেষে সেই দাবির স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশ বিভাগের সংস্কারের প্রাথমিক খসড়া তৈরি করেছেন। তবে ট্রাম্পের প্রস্তাব বিক্ষোভকারীদের আদৌ খুশি করবে কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে।
বৃহস্পতিবার টেক্সাসের একটি চার্চের অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘পুলিশ বিভাগের সংস্কারের জন্য আরও অর্থ খরচ করা হবে। পুলিশকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে। সমাজের সব শ্রেণির সঙ্গে পুলিশের সম্পর্ক যেন ভালো হয়, সে দিকে নজর দেওয়া হবে।’
ট্রাম্পের দাবি, পুলিশ সমাজ রক্ষা করে, তারা সমাজের বন্ধু। জর্জ ফ্লয়েডের হত্যার পর বিক্ষোভকারীরা ঠিক এর বিপরীত কথাই বলছিলেন। এমনকি, ডেমোক্র্যাটরাও দাবি তুলেছিলেন পুলিশ বিভাগের খরচ কমানোর। তাদের বক্তব্য, প্রয়োজনের অতিরিক্ত অর্থ পুলিশ বিভাগে খরচ করা হয়। দেশে পুলিশের সংখ্যাও প্রয়োজনের চেয়ে বেশি। ফলে পুলিশ বিভাগের বরাদ্দ কমিয়ে তা উন্নয়নের খাতে খরচ করা হোক।
পাশাপাশি পুলিশ বিভাগের আমূল পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। অনেকেরই অভিমত, মার্কিন পুলিশের মধ্যে বৈষম্য এখনো প্রকট। শুধু ফ্লয়েডের ঘটনা নয়, এর আগেও পুলিশের বিরুদ্ধে একাধিক বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছে। সামনে এসেছে ইসলামোফোবিয়াও।
ট্রাম্প অবশ্য গোড়া থেকেই এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, বিক্ষোভকারীরা ভুল বার্তা দিচ্ছেন। মনে হচ্ছে, কোটি কোটি সাধারণ মার্কিন বর্ণবিদ্বেষী। বাস্তব মোটেই তেমন নয়। একই সঙ্গে এদিন পুলিশ বিভাগের ব্যাপক প্রশংসা করেছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘পুলিশ আছে বলেই দেশে শান্তি রয়েছে। সবাই সুরক্ষিত।’ একই সঙ্গে মিনেপোলিসসহ দেশের প্রতিটি প্রান্তে বিক্ষোভ ঠেকাতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড পাঠানোর কথাও ফের জানিয়েছেন তিনি। তার বক্তব্য, রাস্তার দখল পুলিশকে নিতেই হবে। তবে শান্তিপূর্ণভাবে।