ডেক্সামেথাসন ওষুধ কেনার হিড়িক
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :
সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় জীবনরক্ষাকারী ওষুধ ডেক্সামেথাসন। যুক্তরাজ্যের একদল গবেষক, এই তথ্য দেয়ার পর হিড়িক পড়েছে ওষুধটি কেনার। ভিড় বেড়েছে ফার্মেসিতে।
১৯৫৭ সালে আবিষ্কার করা হয় অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ ডেক্সামেথাসন যা সিনথেটিক স্টেরয়েড। যুক্তরাজ্যের একদল গবেষক এই ওষুধকে এখন করোনা আক্রান্ত রোগীদের জন্য জীবন রক্ষাকারী বলে দাবি করছেন। তবে এই ওষধ দিতে হবে যারা করোনায় আক্রান্ত হয়ে সংকাটপন্ন অবস্থায় আছেন।
আর এই ওষধ সস্তা এবং সহজলভ্য। দেশে এই খবর প্রচারিত হবার পর অনেকে ভিড় করছেন ওষুধের দোকানে। বিক্রেতারা বলছেন, এরই মধ্যে বেড়ে গেছে এই ওষুধের চাহিদা।
তবে এই ওষুধ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন এই ওষুধের রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। বলছেন, সবাই যেন এই ওষুধ কেনার উপর ঝুঁকে না পড়েন।
করোনা ভাইরাসের ভয়াল থাবায় দিশেহারা পুরো বিশ্ব। একটি ওষুধ বা টীকার জন্য সবাই চেয়ে আছেন বিশেষজ্ঞদের দিকে।
এই রোগের প্রতিষেধ হিসেক কখনও নাম এসেছে ফেভিপিরাভিরের। আবার কখনও এসেছে হাইড্রোক্সক্লোরোকুইনের বা আইভার ম্যাকটিনের নাম। কিন্তু কোন ওষুধই পুরোপুরি কার্যকরী এমন প্রমাণিত হয়নি। বিশ্বস্বাস্থ্য সংস্থাও কোন ওষুধের নাম সুপারিশ করেনি।