প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা

  |  ১১:৪১, জুন ২১, ২০২০
www.adarshabarta.com

আবার দেখা হবে

সুফিয়ান আহমদ চৌধুরী

আবার দেখা হবে চায়ের আড্ডায়
সুদিন আসুক ফিরে,
আবার দেখা হবে হাট- বাজারে
সুখের দিনের ভিড়ে।

আবার দেখা হবে কবিতা পাঠ
সাহিত্য সভায় বুঝি,
আবার দেখা হবে আশার আলো
জীবনে আশার খুঁজি।

আবার দেখা হবে খেলার মাঠে
কতই মধুর বেলা,
আবার দেখা হবে পড়ায়-পাঠে
চাঁদের হাটের মেলা।

আবার দেখা হবে সুস্হ শহরে
চলার মিছিলে ওই,
আবার দেখা হবে প্রিয়জনের
দিনটা গুনে রই।

আবার দেখা হবে বৈশাখী মেলা
খোকার হাতে বাঁশি,
আবার দেখা হবে বিমানে উড়ে
স্বপ্নটা রাশি রাশি।

আবার দেখা হবে করোনা গেলে
মেলায় বইটা হাতে,
আবার দেখা হবে ঈদজামাতে
আনন্দে একসাথে।

আবার দেখা হবে কাজের জীবনে
আঁধার টুটেই দেখি,
আবার দেখা হবে ব্যস্ত শহরে
জীবন ব্যস্ত সে কি!

আবার দেখা হবে বিয়ের বাড়ি
সাজবে রঙিন আলো,
আবার দেখা হবে ভয়টা ভুলে
কাটবে দিনটা ভালো।

আবার দেখা হবে উজালা পৃথিবী
মিতালি জমেছে বেশ,
আবার দেখা হবে রঙিন বেশে
শোকের সময় শেষ।