সুখ নেই মনে নেই
সুফিয়ান আহমদ চৌধুরী
ঘুম ভাঙ্গে চোখ আঁকে মন জুড়ে আঁকে, করোনায় স্বদেশের চিত্র মন আঁকে।
প্রিয়জন অনেকেই নেই আজ আর, সুখ নেই মনে নেই ভালো নেই আর।
করোনার থাবা কী যে ভয়াবহ থাবা, স্বদেশটা জুড়ে চিত্র মন হয় হাবা।
ভালো চাই সকলের ভালো চাই রোজ, তাই মন ছুটে দেশে করে মন খোঁজ।
নিউ ইয়র্ক, জুন ২০২০।