প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া

  |  ২১:১৬, জুন ৩০, ২০২০
www.adarshabarta.com

ভাইটি আমার

(প্রিয় ভাই রাজিব কুমার সিংহকে)

সুফিয়ান আহমদ চৌধুরী

ভাইটি আমার হঠাৎ করে
নিরবে গেলো চলে,
ভীষণ পড়ছে মনে যে আজ
চোখটা ভাসে জলে।

হাসি খুশির মাঝেই ভাই
থাকতো মেতে রোজ,
ভাইকে হারিয়ে শূণ্য বুকটা
করছে কী যে খোঁজ।

ভাইটি নেই কথার মালা
বাজছে আহা কানে,
সুন্দর মনে চলতো ভাই
মন দুখের গানে।

ভাইটি আমার থাকবে কাছে
ভালোবাসায় বুঝি,
আকাশে চাঁদের তারা দেখে
ভাইকে আমি খুঁজি।

নিউ ইয়র্ক, আমেরিকা
৩০ জুন ২০২০।