ট্রাম্পের বিপক্ষে নির্বাচনে লড়বেন র্যাপ তারকা কেনি
মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :
আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়তে প্রার্থী হচ্ছেন র্যাপ সঙ্গীতশিল্পী কেনি ওয়েস্ট। শনিবার এক টুইট বার্তায় এ ঘোষণা দেন মার্কিন তারকা।
কেনি ওয়েস্ট মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব, রিয়েলিটি টিভি তারকা, মডেল ও অভিনয়শিল্পী কিম কারদাশিয়ানের স্বামী।
বিবিসি জানায়, টুইটারে নিজের অফিসিয়াল পেজে কেনি ওয়েস্ট বলেন, ‘সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে, আমেরিকার প্রতি আমাদের প্রতিশ্রুতি -ঐক্য সৃষ্টি এবং ভবিষ্যত নির্মাণ করা। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিত করছি।’
ভোটের লড়াইয়ে কেনি হবেন স্বতন্ত্র প্রার্থী। তবে প্রার্থিতা নিয়ে কেনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ এবং তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন কি না, এ ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যদিও এর মধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা নিয়ে কেনির টুইট আড়াই লাখের বেশি রিটুইট এবং প্রায় ৫ লাখ লাইক পেয়েছে।
প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা হবে মূলত রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্থী জো বাইডেনের মধ্যে। এর মধ্যে করোনা পরিস্থিতি ও বর্ণবাদবিরোধী আন্দোলনের জেরে একাধিক জরিপে পিছিয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।