জামিলুর রহমান চৌধুরী-এর কবিতা
বিনাশ চাই
জামিলুর রহমান চৌধুরী
বিশ্বাস করুন,
আমি সত্যি সত্যি আমার বিনাশ চাই
আমি বিনাশ চাই আপনার এবং
আমি বিনাশ চাই আপনাদেরও !
আমি বিনাশ চাই আমার, কেন জানেন?
কারন আমি কোন কাজেরই নই
আমি কোন কিছুতেই কিছূ করতে পারছি না
বা কোন কিছূ করারই আমার মুরোদ নেই ।
আমি আপনার বিনাশ চাই, কেন জানেন?
কারন আপনার অনেক কিছূই করার ক্ষমতা থাকলেও
আপনি কিছুই করছেন না, তাই আপনার বিনাশ চাই
এবং তা চাই একান্ত মনে-প্রানে, খোদ মন থেকেই।
আপনি নীরব থাকছেন অনেক ক্ষেত্রেই,
দেখেও না দেখার ভান করছেন,
শুনেও না শোনার ভান করছেন, এবং
করবেন বলেও করছেন না কিছূই
ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছেন সবকিছুই
জানেন আপনি?
তাই বিনাশ আপনার চাই-ই চাই
আপনি চান বা না চান !
আমি আপনাদেরও বিনাশ চাই !
আপনাদের অনেককিছূ করার থাকলেও
চোখবুঁজে না দেখার ভান করছেন, তাই
আমি আপনাদেরও বিনাশ চাই
আপনারা স্বীয়-স্বার্থ ব্যতীত কিছুই
কানে তুলছেন না
তাই আপনাদের বিনাশ চাই ।
শান্ত পৃথিবীটাকে অশান্ত করার দায়ে
এমনকি, আপনাদের ফাঁসি চাই ।
আমি সত্যি সত্যি আপনাদের বিনাশ চাই,
আপনারা চান বা না চান,
আমি সত্যি সত্যি আপনাদের বিনাশ চাই
বিনাশ চাই, ধ্বংস চাই ।
এমনকি বেঁচে থাকার চরম সাধের মাঝেও
আমি গোটা পৃথিবীটারই ধ্বংস চাই ।
এবং বিনাশ চাই…………………….
১লা মার্চ, ২০২০
কিগালী, রুয়ান্ডা