ট্রাম্পকে পদত্যাগের আহ্বান: বাইডেন পুলিশ বিলোপে আগ্রহী
মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :
ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার ভাতিজি মেরি ট্রাম্প। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ট্রাম্পের পদত্যাগ করা উচিত বলে মেরি ট্রাম্প সিএনএনের ক্রিস কুমোকে ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বলার অপেক্ষা রাখে না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের শবদেহে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন মেরি ট্রাম্প। মেরির ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ : হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান’ (যথেষ্ট এবং কখনো পর্যাপ্ত নয় : কীভাবে আমার পরিবার বিশ্বের সর্বাপেক্ষা বিপজ্জনক ব্যক্তি সৃষ্টি করল) শীর্ষক বইটি গত ১৪ জুলাই বাজারে আসার পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ ডালপালা মেলতে শুরু করেছে। সম্প্রতি প্রকাশিত এক জরিপ প্রতিবেদন অনুসারে ডেমক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২ অঙ্কের ব্যবধানে এগিয়ে রয়েছেন। জরিপে অংশগ্রহণকারী ৬২ শতাংশ উত্তরদাতা বলেন, সর্বগ্রাসী করোনা পরিস্থিতির মোকাবিলায় ট্রাম্প প্রশাসন দেশবাসীকে সাহায্য করার পরিবর্তে আহত করেছে।
২১ জুলাই মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রিফিংয়ে হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের কোনো সদস্য অংশ নেননি। ড. ফাউচি এবং হোয়াইট হাউসের করোনাভাইরাস রেসপন্স কো-অর্ডিনেটর ড. ডেবোরাহ বারক্সও তাতে যোগ দেননি বলে জানা গেছে।
ম্যানেজার বদল : শত প্রতিক‚লতার সাগর সাফল্যের সাথে পাড়ি দিয়ে দ্বিতীয় দফা জয় লাভের জন্য ট্রাম্প এবং তার ক্যাম্পেইন মরিয়া হয়ে উঠেছে। নির্বাচনে গতি সঞ্চারের লক্ষ্যে ট্রাম্প অগত্যা তার ক্যাম্পেইন ম্যানেজার ব্র্যাপ পারস্কেলের স্থলে ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিনকে ক্যাম্পেইন ম্যানেজারের পদে নিয়োগ দিয়েছেন। আর ২০১৮ সালের গোড়ার দিক থেকে ম্যানেজারের দায়িত্ব পালনকারী পারস্কেলকে সিনিয়র উপদেষ্টা মনোনীত করেছেন।
মেয়র বটমসের বক্তব্য খারিজ : সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণা উপলক্ষে আটলান্টা সফর করেন। আটলান্টার হার্টস-ফিল্ড-জ্যাকসন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণকালে ট্রাম্প মাস্ক পরিধান না করে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রবর্তিত গাইডলাইন লঙ্ঘন করেছেন বলে দাবি করেছেন আটলান্টার মেয়র কিসা ল্যান্স বটমস। তবে মেয়র বটমসের বক্তব্য ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জাড ডিরে সিএনএনকে বলেন, প্রেসিডেন্টের সফর পরিকল্পনা ও প্রস্তুতির অংশ হিসেবে হোয়াইট হাউস প্রেসিডেন্টের ফিজিশিয়ান ও সামরিক দপ্তরের সমন্বয়ে কোভিড-১৯ সার্থকভাবে মোকাবিলার লক্ষ্যে সিডিসির বর্তমান গাইডলাইন প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করে থাকে। তাই মেয়রের অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সিএনএনের অভিযোগ : করোনাভাইরাস সংক্রমণ এবং অর্থনৈতিক সাবেক অবস্থা ফিরে আসার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প রীতিমতো ছলাকলা ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ করেছে সিএনএন। জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে ট্রাম্প বিগত কয়েক মাস ধরে গড়ে প্রতিদিন ৭টি হারে এবং ২০১৯ সালের ৮ জুলাই থেকে এ পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৭৮৩টি মিথ্যা বলেছেন বলে মিডিয়াটি দাবি করেছে। মিডিয়ার বক্তব্য অনুসারে, ওকলাহোমার টালসা র্যালিতে দেওয়া ট্রাম্পের বক্তব্য ছিল বিভ্রান্তিকর এবং আরিজোনা, টেক্সাস, উইসকনসিন ও সাউথ ড্যাকোটার মাউন্ট রাশমোরের বক্তব্য ছিল আগাগোড়া মিথ্যাচার।
বাইডেনের বিরুদ্ধে পুলিশ বাহিনী বিলোপের অভিযোগ : ১৭ জুলাই শুক্রবার ফক্স নিউজ সানডের হোস্ট ক্রিস ওয়ালেসের সাথে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমক্র্যাটিক দলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের প্রতি পুলিশ বাহিনী বিলোপের অভিযোগ তুলেছেন। ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বিভিন্ন নীতিমালার ব্যাপারে সুপারিশ-সংবলিত ১১০ পৃষ্ঠার একটি চার্টারে স্বাক্ষর করেছেন। ওই সুপারিশমালায় জো বাইডেন ও স্যান্ডার্স আমেরিকার পুলিশ বাহিনীর বাজেট কমানো এবং পুলিশ বাহিনী বাতিলের সুপারিশ করেছেন। ট্রাম্প বলেন, ওই সুপারিশমালার ডকুমেন্ট তার কাছে রয়েছে।
বাইডেনের ভাইস প্রেসিডেন্ট : ২০ জুলাই সোমবার জো বাইডেন বলেন, তার ভাইস প্রেসিডেন্টের তালিকায় চারজন কৃষ্ণকায় নারীর নাম রয়েছে। এমএসএনবিসির জয় রিডকে চারজন কৃষ্ণকায় নারীর কথা বললেও বাইডেন কারও নাম উল্লেখ করেননি। তবে বাইডেনের ক্যাম্পেইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সংক্ষিপ্ত তালিকার মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমক্র্যাটিক সিনেটর কামালা হারিস, ফ্লোরিডার ডেমক্র্যাটিক রিপ্রেজেনটেটিভ ভাল ডেমিংস, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস, জর্জিয়ার সাবেক গভর্নর পদপ্রার্থী স্ট্যাসি আবরামস ও আটলান্টার মেয়র লিশা ল্যান্স বটমস। অবশ্য অনেকের দৃঢ়বিশ্বাস, ১৭ আগস্ট উইসকনসিনের মিলাওয়াকিতে অনুষ্ঠেয় ডেমক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের আগে রানিংমেটের নাম ঘোষণা করা জো বাইডেনের পক্ষে সম্ভব হবে না।