৩ রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বাড়ল
মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা :
ইতালি, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এদের মেয়াদ বাড়িয়ে পৃথক আদেশ জারি করেছে।
ইতালির রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১ অগাস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ গত ১০ জুলাই থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বেড়েছে।
আর সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শামীম আহসানের চুক্তির মেয়াদ ১ অগাস্ট বা যোগদানের তারিখ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই তিন রাষ্ট্রদূতের চুত্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে আদেশ বলা হয়েছে।
চুক্তিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে থাকছেন ফোরকান
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেনেন্ট কর্ণেল (অব.) ফোরকান আহমেদকে দুই বছরের চুক্তিতে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।
আগামী ১৪ অগাস্ট বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য যুগ্মসচিব পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধায় ফোরকানকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।