পুলিন রায়-এর কবিতা ‘নক্ষত্ররাত’
প্রকাশিত হয়েছে | ০৮:২৬, আগস্ট ০৯, ২০২০
www.adarshabarta.com
নক্ষত্ররাত
পুলিন রায়
আজ বিকেলের নরম আলো
মেখে নিয়ে কাটলো ভালো
দূরে নয় আবার দূরও
প্রাণে বাজে নতুন সুরও
কথারা সব প্রার্থনা হয়
কোথাও নেই শঙ্কা আর ভয়
হোকনা যতো মৃত সময়
মন পাখি চেয়েই তো রয়
জগৎ এখন দুঃখে ভাসে
কালের ধ্বনি করুণ হাসে
হোক না যতো রাত্রি গহীন
সাজবে বাগান স্বপ্ন রঙিন
আবার আসবে নক্ষত্ররাত
লুটবো আলো ভরে দুহাত।