সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা ‘রঙিন দিনের স্বপ্ন চোখে’
প্রকাশিত হয়েছে | ১০:৫৬, আগস্ট ২৩, ২০২০
www.adarshabarta.com
রঙিন দিনের স্বপ্ন চোখে
সুফিয়ান আহমদ চৌধুরী
রঙিন পোষাক রঙিন চেহারা
রঙিন বেশে তিনি
একাই সাবাড় করতে চান
সকল কিছু যিনি।
পাশের ঘরে আরাম আয়েশে
দিনটা কাট তার
মিজের সুখের মীবন খুঁজে
সময় যায় যার।
এমন মানুষ রঙিন মানুষ
সমাজে বাস করে
রঙিন দিনের স্বপ্ন চোখে
খুশিতে মন ভরে।
কথায় ফুটে মিঠের ঝুঁড়ি
আসলে ধান্ধাবাজ
ভালোলোকের লেবাসে সে
হিংসুটে এক বাজ।