কামরুল ইসলাম বুলবুল-এর কবিতা ‘জলকাব্য’
প্রকাশিত হয়েছে | ০৮:৫৯, আগস্ট ২৭, ২০২০
www.adarshabarta.com
জলকাব্য
কামরুল ইসলাম বুলবুল
স্বচ্ছ জলে সাঁতার কেটে
পৌঁছে যাব আমি স্বচ্ছ নদীতে!
যে নদী নাব্যতা হারায়নি কখনো
তার যৌবন সজীব রয়েছে এখনো।
গা এলিয়ে দিলাম তার__
নির্মলা নির্জলা স্বচ্ছ জলে!
সর্ব অঙ্গ-প্রতঙ্গ নিজের মতো
তাদের খোলামেলাভাবে তোলে ধরলো।
আর ভেসে চললো ফটিক জলে।
যে জলে যেতে যেতে ক্লান্তি আসে না,
আসে শান্তি আসে অবসাদহীন আনন্দ।
এ আনন্দে ভেসে যেতে চাই সোনালি সাগরে!
যে আমাকে অভিষিক্ত করবে তার রত্নসম্ভারে।”
(কামরুল ইসলাম বুলবুল
শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক
গোয়ালজুর আদর্শ তরুণ সংঘ
কানাইঘাট,সিলেট।)