কাজী মহিউল ইসলাম-এর কবিতা ‘পিঁয়াজ নিয়ে মাতম’
প্রকাশিত হয়েছে | ১২:৫২, সেপ্টেম্বর ১৫, ২০২০
www.adarshabarta.com
পিঁয়াজ নিয়ে মাতম
কাজী মহিউল ইসলাম
পিঁয়াজ নিয়ে এত মাতম
সহ্য করা দায়,
একটা মানুষ সারাদিনে
কয়টা পিঁয়াজ খায়?
আমার দেশের “দেশী পিঁয়াজ”
বিশ্ব সেরা জানি,
তবুও যে কেন পিঁয়াজ
বিদেশ থেকে আনি?
পরের ওপর নির্ভরতা
পরাজয়ের মত,
নিজের ফসল নিজেই ফলাও
হাত পাতবে কত?
আমরা হলাম বীরের জাতি
হারতে জানিনা,
পিঁয়াজ মোদের হারিয়ে দেবে!
মানতে পারিনা।
লেখক: পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক মহাপরিচালক।