হংকং-য়ে সরকারি কর্মীরা কাজে ফিরছে
প্রকাশিত হয়েছে | ২২:১৬, এপ্রিল ২৮, ২০২০
www.adarshabarta.com
আদর্শবার্তা ডেস্ক :
আগামী সোমবার অর্থাৎ চৌঠা মে থেকে কাজে ফিরছেন হংকং-য়ের সরকারি কর্মীরা। এই শহরটিতে টানা দ্বিতীয় দিন কোনো নতুন রোগী পাওয়া যায়নি এবং তারা লকডাউন থেকে বের হওয়ার একটা উপায় খুজঁছে।
সোমবার ক্রীড়া, পাঠাগার ও জাদুঘর খুলে দেয়া হবে তবে কোনো জায়গায় চারজনের বেশি জমায়েত করতে দেবে না।
হংকং বিশ্বের একটি আন্তর্জাতিক ব্যবসা ও অর্থের কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। বৈশ্বিক এই মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতি হয়েছে বটে কিন্তু শহরটিতে সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল।
এখানে ১ হাজার লোক আক্রান্ত এবং চারজন মারা গেছেন।
বিবিসি বাংলা