বৈশ্বিক মহামারীতে মানব সেবায় ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন
মার্ক রায়, তুলুজ (ফ্রান্স) :
বৈশ্বিক মহামারী Covid-19 ভয়াবহ পরিস্হহিতিতে অসংখ্য মানুষ যখন গৃহবন্দি, চিন্তিত, হতাশাগ্রস্থ ঠিক তখনই মানবতার এক অন্যতম উদাহরণ হয়ে মধ্যবিত্ত এবং নিম্ন নিম্নবিত্ত মানুষের মনে হাসি ফোটাচ্ছেন কেউ কেউ।
প্রবাসীরাও রাখছেন উল্লেখযোগ্য ভুমিকা। ইউরোপের কয়েকজন সমাজসেবি এগিয়ে এসেছেন মহতি উদ্যোগ নিয়ে। তাদের মধ্যে মার্ক রায় (France), জেমস রোজারিও (uk) জোসেফ ডি কস্তা (France), পাষ্টর কাজল সরকার(uk),মার্টিন ফোলিয়া, হীরক মন্ডল- (German) জুড এম রোজারিও, মোহাম্মদ শাজাহান (uk) সহ অন্যান্যরা নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে বাংলাদেশের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিল। জন্ম হল “ভালোবাসি বাংলাদেশ”Covid-19 প্রকল্পের।
Covid-19 প্রকল্পের কনভেনর মার্ক রায় মানবতার দায়বদ্ধতা থেকেই ভালোবাসার কথাটি ছড়িয়ে দিলেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী এবং স্বচ্ছল বাংলাদেশিদের মাঝে।
সাধুবাদ, অর্থ সাহায্য এবং আশার বাণী আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে। মানবিক এবং সচ্ছল মানুষ গুলোর ওই ভালোবাসা নিয়েই পরিচালিত হচ্ছে ভালোবাসি বাংলাদেশের কার্যক্রম।
উল্লেখ্য, এ প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে European Bangladesh Christian associations এর তত্ত্বাবধানে।
House charch of Bangladesh এর প্রধান নির্বাহী, পাষ্টর জেমস জিপু রয় (কনভেনর বাংলাদেশ Covid-19) এর সার্বিক দায়িত্বে আজ বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর জেলার পূব খাসবাগ গ্রামে (কোতোয়ালি) সমস্যা গ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হয়। ইউকে তে বসবাসরত এই কার্যক্রমের অন্যতম সদস্য জেমস রোজারিও জানিয়েছেন, তারা ভালোবাসার হাত নিয়ে আরোও মানুষের পাশে দাঁড়াতে চান। এ মানবিক কাজে তিনি প্রবাসীদের সাহায্য কামনা করেন।