কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা ‘কোন্ জিনিসটি মিষ্টি ?’
কোন্ জিনিসটি মিষ্টি ?
কাজী আ. খ. ম মহিউল ইসলাম
এই দুনিয়ায় সবার চেয়ে
কোন্ জিনিসটি মিষ্টি?
শিশুর হাসি?ফুলের সুবাস?
রিম ঝিম-ঝিম বৃষ্টি?
কেউবা বলে গুড়, মধু আর
মায়ের স্নেহের দৃষ্টি।
কেউবা বলে ওসব জিনিস
ফালতু এক্কেবারে,
তাদের মতে সেকেলেরাই
ওসবের ধার ধারে!
ওদের কাছে মিষ্টি লাগে
টাকা কাঁড়ি কাঁড়ি,
দামি গাড়ি,দেশ-বিদেশে
দশ- বিশটা বাড়ি।
দেশের টাকা লুটছে তারা
এটাই তাদের নেশা,
মানব সেবার নানান ছলে
‘লোক ঠকানো’ পেশা।
এই দেশেরই মানুষ এরা!
ভাবতে অবাক লাগে,
বিপদ-আপদ ঘনিয়ে এলে
অন্য দেশে ভাগে।
তারা বোধহয় মানুষই না,
মানুষ রূপী হায়না,
যে নামেই ডাকো তাদের
মান- ইজ্জত যায়না।
‘হায়নাদেরও’ মরণ আছে
ভুলেই থাকে তারা,
শেষ যাত্রায় কেউ যাবেনা
শুন্য দু’হাত ছাড়া!
রইবে পড়ে টাকার পাহাড়
সব অভিশাপ লয়ে,
দাঁড়িয়ে রবে অট্টালিকা
পাপের সাক্ষী হয়ে।
লেখক: সাবেক পরিবার পরিকল্পনা অধিদফতরে মহাপরিচালক।