মিজানুর রহমান মিজান-এর কবিতা ‘অহংকার পতনের মুল’
প্রকাশিত হয়েছে | ১০:২৭, সেপ্টেম্বর ২৮, ২০২০
www.adarshabarta.com
অহংকার পতনের মুল
মিজানুর রহমান মিজান
বুঝে না বুঝে নারে ভাই কথার মর্মার্থ
বুঝে বুঝে বুঝেরে ভাই সে-ই যথার্থ।।
বুঝে নাতো গাধা, খায় পানি মিশিয়ে কাদা
রসবিহীন যেমন আদা, ফল অনর্থ।
যৌবনে বাহাদুর, রুপের ঝলক সুর
শক্তি কিছুদুর, ক্ষমতা অচিনপুর
সময়ান্তে নেই কোন অর্থ।।
জোয়ার এল, ভাটা হল
ক্ষমতার দাপট গেল, কদর্যতা র’ল
অবশেষ ফলাফল নেই সতীর্থ।।
অহংকার পতনের মুল
ভেবে দেখ নহে ভুল
ঝরে পড়ে বাসি ফুল
বিষন্নতায় করে কান্না মর্ত্য।