কাজী মহিউল ইসলাম-এর কবিতা ‘মাস্ক মানে কী?’
মাস্ক মানে কী ?
কাজী মহিউল ইসলাম
খোকা তুমি বাইরে গেলে
ভুলোনা মাস্ক নিতে,
মহামারী বাড়বে নাকি
এই সামনের শীতে!
মাস্ক কথাটার মানে কী মা?
সবাই দেখি বলে
‘বাংলা ভাষায় বলে মুখোশ,
ইংরেজীটাই চলে।’
মুখোশ এখন ‘জাতে উঠে’
নাম নিয়েছে – মাস্ক
ঐটা নিয়ে ধান্দা করাই
অনেক লোকের টাস্ক!
এই করোনার ওষুধ নাই
ভেক্সিনেরও খবর নাই;
‘হু’ বলেছে আপাতত:
মুখোশ ছাড়া উপায় নাই!
বললো খোকা, দাদুর কাছে
শুনেছিলাম গল্পো;
‘ডাকাতেরা পরত মুখোশ’
পড়ছে মনে অল্প…
সবাই যখন মুখোশ পরে
চিনতে পারি না;
কে যে ভালো,কে যে ডাকাত
কেমনে বুঝ মা?
মুখোশ পরে ডাকাতেরা
যতই ঢাকুক মুখ,
নিজের বিবেক চাবুক মারে
পায়না কভু সুখ!
(লেখক: সাবেক পরিবার পরিকল্পনা অধিদফতরে মহাপরিচালক।)