দ্বিতীয় বিতর্ক হবে ভার্চুয়ালি ট্রাম্প-বাইডেনের
মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :
আসন্ন ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্কটি হবে ভার্চুয়ালি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে বিতর্কের আয়োজক কর্তৃপক্ষ ‘দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস’ এ ঘোষণা দিয়েছে। বিবিসি।
৮ অক্টোবর বৃহস্পতিবারের প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রথম বিতর্কের পর করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য তিন দিন হাসপাতালে থেকে তিনি এখন হোয়াইট হাউসে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যেই দ্বিতীয় বিতর্ক ভার্চুয়ালি আয়োজন করার সিদ্ধান্তের কথা জানা গেল।
ডিবেটস কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন এই বিতর্ক হবে টাউন হল ধরনের আয়োজন, যেখানে বিরোধী দুই প্রার্থী দূরবর্তী পৃথক স্থান থেকে বিতর্কে অংশ নেবেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে এখনো করোনাভাইরাস থাকলে তার সঙ্গে দ্বিতীয় বিতর্কে অংশ নেওয়ার বিপক্ষে মত দিয়ে ৭ অক্টোবর বুধবার নিজের অবস্থান ঘোষণা করেছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
জো বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, তার (ট্রাম্প) যদি এখনো কোভিড থাকে, তাহলে আমাদের মধ্যে বিতর্ক হওয়া উচিত নয়।’