প্রচ্ছদ

মুহম্মদ আজিজুল হক-এর কবিতা ‘দুঃখ বিলাস’

  |  ০৬:০৭, অক্টোবর ১৪, ২০২০
www.adarshabarta.com

দুঃখ বিলাস

মুহম্মদ আজিজুল হক

কখনো কখনো নিশুতি রাতে
মনের পিঁড়িতে ভর করে বসে
কোনো এক বিষণ্ন কবি।
সহস্র পরতের ঝুলন্ত পরদা
দুহাতে সরিয়ে অকস্মাৎ
বাতায়নে সে চোখ মেলে; দ্যাখে
কুহেলিস্পৃষ্ট অতীতের ট্যাপিস্ট্রি।
দ্যাখে্ ধুসরিত স্মৃতির নিঃশব্দ ঝঞ্ঝায়
লুন্ঠিত বছরগুলির পরিত্যক্ত লাশ।
লাশ হয়ে আছে সব অতী্ত আনন্দ, প্রেম;
নিস্তরঙ্গে বিধৃত বেদনা বিরহ সব
হিমায়িত অতীতের অসীম প্রান্তরে।
তবু সে বাতায়নে নির্ঘুম চোখ রেখে
বসে থাকা কবির নিগূঢ় বিলাস।

হে কবি! কালের গর্ভে বিলীন
বিগত বছরগুলি তুষারিত প্রাণহীন।
তা সব উলটে পালটে কী লাভ
পাও তুমি? কি খোঁজো তার মাঝে
নিরন্তর প্র্রয়াসে?
অপরিতৃপ্ত কালের গহীন বর্ধমান গহ্বরে
অতীতকে খুঁজে ফেরা কেন?
মহাকালের প্রবহমান স্রোতে ভেসে
দিগন্তের বিস্মৃতির আবেশে
লুপ্তপ্রায় আনন্দবেদনারাজি টেনে এনে
হৃদয়ের প্রশস্ত সাজি ফের কেন
সাজাও বৃথা জেনে?

যে সুখ পাখি গেছে উড়ে সে দেয়
দুঃখ বারে বারে; যে দুখের রজনী
গেছে কেটে অবশেষে, তাও রেখে গেছে
হৃদয়ের কোণে এক অনপনেয়
বিষাদের রেশ।
তবুও কবি তুমি আছো বেশ
নিয়ে তোমার অশেষ স্মৃতি-সম্ভার;
শুধুই করিছো ভার বিনিদ্র রাতে
তোমার নিঃসঙ্গ আবাস;
সে তোমার দুঃখ বিলাস!

(লেখক: চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত।)