প্রচ্ছদ

অগ্রিম ভোট দিতে ভোটারদের লম্বা লাইন যুক্তরাষ্ট্রে

  |  ১৫:৪১, অক্টোবর ১৫, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

আগামী ৩ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান দলের প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দুই প্রার্থীর প্রচারণা চলাকালেই লম্বা লাইনে দাঁড়িয়ে অগ্রিম ভোট দিচ্ছেন ভোটাররা। মূলত করোনাভাইরাসের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দেশটিতে অগ্রিম ভোট দিতে শুরু করেছেন ভোটাররা।

মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, অগ্রিম ভোট দিতে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। দীর্ঘ সময় অপেক্ষা করে অগ্রিম ভোট দিচ্ছেন তারা।

এনবিসি নিউজের খবরে বলা হয়, অঙ্গরাজ্যের ম্যারিয়াটার কোব কাউন্টির প্রধান ভোটকেন্দ্রে এভারলিন রুদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোট দিতে সক্ষম হন। সারা দিনে তিনি সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করতে থাকেন।

পার্সটুডে বলছে, দেশটিতে অগ্রিম ভোট দেওয়ার সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি। আর বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারির কারণে এবার অগ্রিম ভোটে অংশ নিচ্ছেন দেশটির ভোটাররা।

ইতিমধ্যেই ১ কোটিরও বেশি ভোটার অগ্রিম ভোট দিয়েছেন। ভোটের দিন যত নিকটে আসছে, অগ্রিম ভোট প্রদানের প্রবণতাও তত বাড়ছে।