প্রচ্ছদ

কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা *বাংলার জন্য ‘১’ চাপুন*

  |  ১১:১২, অক্টোবর ২৯, ২০২০
www.adarshabarta.com

*বাংলার জন্য ‘১’ চাপুন*

কাজী আ. খ. ম মহিউল ইসলাম

শপিংমলে, ব্যাংক-অফিসে
যদি করি ফোন,
ওপাশ থেকে আসা আওয়াজ
ঠিক রোবটের ‘টোন’।

নানান রকম নির্দেশনা
ধৈর্য ধরে শুনি,
কত মিনিট খরচ হলো
বসে বসে গুনি।

বাংলার জন্য ‘১’ চাপতেই
“শি ভো শ্যাকাল– ষাঁড়”
বাংলা শুনে ঘুরে মাথা!
ব্যাথা করে ঘাড়।

বাংলা ভাষা বলব বলেই
ঝরেছিল প্রাণ,
সেই ভাষাকে মারছে মোচড়!
কিসের যেন ঘ্রাণ….

বিকৃত সব উচ্চারণে
নেইকো তাদের লাজ,
ভাষা শহীদ দুঃখে বোধ হয়
তাকিয়ে থাকে আজ!

যাদের হাতে প্রাণের ভাষার
বাজছে বারোটা,
সবাই মিলে আসুন তাদের
বাজাই চোদ্দটা।

(লেখক: সাবেক পরিবার পরিকল্পনা অধিদফতরে মহাপরিচালক।)