সৌদিআরব যুবদলের আলোচনা সভা
গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: আহমদ আলী মুকিব
সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে। জনগণের অধিকার কেড়ে নিয়েছে। ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার ও জনগণের শাসন প্রতিষ্ঠা করা। যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদিআরব যুবদলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুকিব আরো বলেন, গণতন্ত্রকে আবারও প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুবদল সৌদিআরব শাখা।বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) স্থানীয় সময় রাতে সৌদিআরব একটি রেস্টুরেন্টে কেক কেটে যুবদলের ঐতিহ্য গৌরব ও সংগ্রামের ৪২তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়।
এসময় সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তফন, সহসভাপতি কেফায়েত উল্লাহ কিসমত, জেদ্দা মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী।
অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দেশ-জাতি এবং মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।