প্রচ্ছদ

করোনা কাব্য-৫

  |  ১৭:২৩, অক্টোবর ৩০, ২০২০
www.adarshabarta.com

নব্য স্বাভাবিক ভালো লাগা

অধ্যাপক ডঃ হারুন রশীদ

ভালো লাগে না
অথচ ভালো লাগাতে হয়-
প্রয়োজনে, পরিবেশ-পরিস্থিতিতে
খাপ খাইয়ে নিতে অথবা
ডারউইনীয় বয়ানে বিবর্তনের ধারায়
অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে
অথবা অন্যভাবে বলা যায়,
তেলাপোকা সদৃশ প্রাণির আদলে
হাবেভাবে মানবীয় বৈশিষ্ট্যে,
হাইডেগারীয় ভাষ্যে
জগতে অবস্থান করতে,
সার্তীয় বয়ানে অস্তিত্বের পৃষ্ঠদেশ
বহির্জগতে অস্তিত্ববান হতে।
এর নাম হতে পারে
বাধ্যতামূলক অথবা জবরদস্তিমূলক
ভালো লাগা অথবা হতে পারে
বিচ্ছিন্নতাবোধের ভালো লাগা-
হতে পারে অনিচ্ছাকৃত ইচ্ছা
অথবা অনুভূতিহীন অনুভূতি।
এমন ভালো লাগার
শিরোনাম হতে পারে
করোনাকালীন ভালো লাগা
অথবা স্বাস্থ্যবিধির মান্যতা,
অন্যভাবে হতে পারে
কোভিড-১৯ সৃষ্ট
নব্য স্বাভাবিক জীবনের
অভিনব ভালো লাগা।
তবে এসবের কোনো কিছুই
আমার ভাবনার জগতকে
এখন আর ভাবায় না,
মস্তিষ্কের স্নায়ুকোগুলোতে
স্নায়ুযুদ্ধ সৃষ্টি করে না,
সেখানে একদিকে রয়েছে
করোনাবিধ্বস্ত অবসাদগ্রস্ত-
মানসিক ভাইরাসক্লিষ্ট
উদ্ভট দেহ-মন-মস্তিস্ক নামক যন্ত্র,
অন্যদিকে ডিজিলাইজড
ভার্চুয়াল জগতের আন্তর্জালের
বাধ্যতাবোধের অন্তর্জ্বালায় দগ্ধ
গনগনে অগ্নিময় মূর্ত অনুভূতি-
যার বিমূর্ত কিতাবি নাম আত্মা।
এসব কিছু দলিতমথিত করে
অবশেষে আমি ফিরে আসি
অতীতে, পুরনো ভালো লাগায়
কবির বয়ানে ফিরে দেখায়,
অতঃপর ছুড়ে ফেলে দেই
নব্য স্বাভাবিক জীবনের
তথাকথিত বাস্তবতা-
নিকুচি করি এমন কল্পনাতীত
অস্বাভাবিক স্বাভাবিকতাকে।

(লেখক: দর্শন বিভাগ, চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়।)