নাজমুন নেসা পিয়ারি-এর কবিতা ‘পঁচিশ তিন দুহাজার বিশ’
পঁচিশ তিন দুহাজার বিশ
নাজমুন নেসা পিয়ারি
যুদ্ধের ডামাডোলে,
মুক্তিযুদ্ধে ঘন অন্ধকারে
শত্রুকে সামনে রেখে
অধীর অসহ্য সময়ে —
করোনা ভাইরাসের দাপটে
থেমে কি থাকে জীবন?
জীবনের গান,
হৃদয়ের অনুপম
অনুরণন!
সুখ দুঃখ,
মান অভিমান—
তীব্র দহন
ভাইরাস সম
হিংস্র হিংসা
চলে সক্রোধে,
স্বপ্নীল স্বপ্নের ঝংকার
ছিন্ন ভিন্ন করে —
চলে অবিরাম
থেমে কি থাকে?
শুন্য পথে পথে
বার্লিনের নরম বসন্ত-রোদ,
দেয়ালেে লুটোপুটি আলো —
আহত আলো!
নিঃশব্দ দুরন্ত বারান্দা,
সূর্যস্নাত টেবিল চেয়ার
কি নিঃসঙ্গ মুহূর্ত গড়ায় মুহূর্তে!
দূর বহুদূর থেকে
ভালবাসা শুভেচ্ছা—-
জন্মদিনের শোয়ার্তস ভাল্ড কেক।
আছে বিবাহ বার্ষিকীর
মুখরোচক খাবার, পানীয়।
হৃদয়ে আছে—-
ক্যাসেট ভরা
হারিয়ে যাওয়া বন্ধুর গান।
তরুনের আর্তি —-
লাল গোলাপ হাতে
উদভ্রান্ত প্রেমিক!
আছে সাত সমুদ্রের ওপারে
রহস্য ঘেরা মমতার কলস।
এসবই স্বপ্ন কি বাস্তব
বার বার অধরা আবেগে
ছুঁয়ে ছুঁয়ে দেখি,
অনুভবে সাতরঙা বেলুন
উড়ে উড়ে উড়ে —
ভেসে চলে যায়।
দুঃসহ দিন অবসানে
শুন্যতার গোধুলিতে —–
কে ঠেকায় তারে?
তবু জানি,
আধার পেরিয়ে শেষে
পাবে সে নবীন সূর্যালোক।
যেমন ছুঁয়েছিল ওরা
মুক্তির অন্বেষায় —-
ভেঙে ফেলা
বার্লিন দেয়ালের
ধংসস্তুপের ওপর
ঝলমলে
সকালের আলো।
(নাজমুন নেসা পিয়ারি, বার্লিন, জার্মানি)