প্রচ্ছদ

আমেরিকার ফলাফল পেতে লাগতে পারে এক সপ্তাহ

  |  ১৩:২২, নভেম্বর ০৪, ২০২০
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

বিশ্বজুড়ে মানুষের মধ্যে এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আর তাহলো – কে হতে যাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

সাধারণত নির্বাচনের রাতেই জানা যায় নতুন প্রেসিডেন্টের নাম। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। করোনা মহামারির কারণে ডাকযোগে দাখিল হয়েছে অনেক ভোট। আর এ সংক্রান্ত বিষয়ে যদি কোনো আইনি চ্যালেঞ্জ তৈরি হয়, সে ক্ষেত্রে ফলাফল আসতে লাগতে পারে এক সপ্তাহ।

ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। তার এ মন্তব্য ফল পাওয়ার ক্ষেত্রে বিলম্বের আভাস দিচ্ছে। খবর বিবিসির।

ফলাফল নিয়ে এখনো অনিশ্চয়তা অনেক। আমেরিকান ফেডারেল কর্তৃপক্ষ এবং সাধারণ ভোটাররাও নির্বাচন পরবর্তী অরাজকতা তৈরির শঙ্কা জানিয়েছেন। ট্রাম্প এবং বাইডেন উভয়েই নিজেদের জয় দাবি করেছেন। তাদের এমন মন্তব্য স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে, দ্রুতই মিলছে না নির্বাচনের ফল। নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রায় ১০ কোটি ভোটার অগ্রীম ভোট দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে গত শত বছরের ইতিহাসে এই প্রথম এত ভোট আগেই পড়লো।

হোয়াইট হাউজের লড়াই তো আছেই, লড়াই জমে উঠেছে কংগ্রেস নিয়েও। সব মিলিয়ে এবারের নির্বাচনে নজিরবিহীন ভোটের পাশাপাশি ফলাফল পাওয়ার ক্ষেত্রেও নজিরবহীন বিড়ম্বনায় পড়তে হতে পারে উভয় প্রার্থীকেই।